সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রে সংবাদপত্র অফিসে বন্দুকধারীর হামলা, নিহত ৫

| প্রকাশিতঃ ২৯ জুন ২০১৮ | ২:৪১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে৷ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী অ্যানাপোলিসে ‘ক্যাপিটাল গেজেট’ নামে একটি পত্রিকার নিউজরুমে এই হামলার ঘটনা ঘটে৷ এই হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এক সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে৷

কে বা কাদের হাত রয়েছে এই ভয়াবহ হামলার পিছনে তা এখনও স্পষ্ট নয়৷ কোনও জঙ্গি সংগঠনও এখন পর্যন্ত দায় স্বীকার করেনি বলেই জানা গেছে৷ এদিকে এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ খবর বিবিসি’র

ক্যাপিটাল গ্যাজেটের একজন রিপোর্টার ট্যুইট করে জানিয়েছেন এই হামলায় তার অফিসের অনেকের ওপরই গুলি চলেছে৷ অনেকে প্রাণও হারিয়েছে৷ সেই ভয়াবহ পরিস্থিতির কথাও জানিয়েছেন সেই সাংবাদিক৷

তিনি জানান, ডেস্কের নিচে যখন নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে অনেকে, তখন সহকর্মীদের আতঙ্কের চিৎকার, বন্দুকধারীর বন্দুকে গুলি ভরার শব্দ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি৷