ঢাকা: গুলশানের হলি আর্টিজান হোটেল ও শোলাকিয়ায় ঈদ জামাতে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম চৌধুরী।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শ এ কে এম শহীদুল হক এ কথা জানান।
তাদের তথ্য দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলেও জানান তিনি।
আইজিপি বলেন, জিয়া আর তামিম চৌধুরীর পরিকল্পনায় গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনা ঘটেছে। এখন তাদেরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।