ঢাকা: নতুন জঙ্গি সংগঠন ‘আল আনসার (হুজি)’ এর প্রধান সমন্বয়ক কাজী হাফেজ মাওলানা মো. রাশেদুল আলমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, এ ব্যাপারে বিকাল পাঁচটায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গ্রেপ্তার বাকি সদস্যরা হলেন রাইসুল ইসলাম, আবদুল মালেক, আবু বক্কর।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ‘জিহাদি’ বইপত্র এবং প্রশিক্ষণসামগ্রী উদ্ধার করা হয়েছে।