বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজফ্লাইট বিজি-১০১১ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ৫ হাজার ২০০ জন, অবশিষ্টরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক দুটি ব্যাগে ৪৬ কেজি মালামাল, বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক দুটি ব্যাগে ৫৬ কেজি এবং কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে নিতে পারবেন। কোনো অবস্থাতেই প্রতি ব্যাগের ওজন ২৩ কেজি এবং বিজনেস ক্লাসে ২৮ কেজির বেশি হবে না। প্রত্যেক হজযাত্রীর জন্য পাঁচ লিটার জমজমের পানি আনতে পারবেন তবে হাজি সাহেবানরা, ঢাকা আসার পর তা দেয়া হবে।
এদিকে হজক্যাম্পে হজযাত্রীদের সচেতন করার লক্ষ্যে সিভিল এভিয়েশন অথরিটির সৌজন্যে স্থাপন করা হয়েছে বড় মনিটর। যেখানে হজযাত্রীদের করণীয় সম্পর্কে সচেতনতামূলক ভিডিও দেখানো হচ্ছে।
জানা গেছে, যেকোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, নেলকাটার, ধাতব-নির্মিত দাঁত খিলন, কান পরিষ্কারক, তাবিজ ও গ্যাসজাতীয় বস্তু যেমন- অ্যারোসল এবং ১০০ এমএলের বেশি তরল পদার্থ হ্যান্ড ব্যাগেজে বহন করতে পারবে না। কোনো প্রকার খাদ্য সামগ্রী সঙ্গে নেয়া যাবে না।