চট্টগ্রাম: নগরীর হালিশহরে গমবোঝায় করা একটি ট্রাকের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম আর্জিযোজন অখন্ড (৪০) । তিনি সিএমপির ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে হালিশহরের নতুন বাজার বিশ্বরোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, আর্জিযোজন অখন্ড রাতে পেশাগত দায়িত্ব পালনকালে সিএসডি গোডাউন থেকে আসা গমভর্তি একটি ট্রাক নয়াবাজার বিশ্বরোডে টার্ন নেওয়ার সময় সেটিকে থামানোর সংকেত দেন।। কিন্তু সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় তিনি ট্রাকটি থামাতে গেলে ঐ ট্রাকের নিচে চাপা পড়ে যান। পরে গুরতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার আর্জিযোজন অখন্ডকে মৃত ঘোষণা করেন।
হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে চালক রাসেল ও সহকারী নাছিরকে সহ ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।