সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

| প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০১৬ | ১২:৫০ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে বেলতলা রূপনগর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রমজান আলী (২২) ও রুবেল (২৪)।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃতরা যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই করে আসছিলেন। ওয়াজেদিয়া এলাকায় তারা একটি অটোরিকশাকে গলির ভেতরে নিয়ে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ওই এলাকায় থাকা পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করে অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।