সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ গ্রেফতার ৩

| প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০১৬ | ৬:৫৪ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের পূর্ব ফরহাদাবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত হলেন- হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে মো. মন্নান মিয়া (৩৩), ফটিকছড়ির কুম্বার পাড়া বড়বাড়ি এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. রাশেদ (১৫) ও শফিউল আজমের স্ত্রী সাজু আকতার (৩৮)।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি দেশিয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, একটি এয়ার গান, দুটি রিভলবার সদৃশ্য গ্যাসলাইট, ১০টি কার্তুজ, ২ রাউন্ড গুলি, একটি চাপাতি ও তিনটি ছোরা। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৪০০ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা, তিন বোতল ফেনসিডিল। এছাড়া মাদক বিক্রির ৪৭ হাজার ২৬৫ টাকা এবং দুটি মোবাইল সেটও উদ্ধার করা হয়।

এ ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে শুক্রবার বিকেলে চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা তার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় পুলিশ সুপার বলেন, ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি শফিউল আজম প্রকাশ মাদক স¤্রাট আজমের দোতলা বাড়িতে মাদক মজুদ আছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এরপর সেখানে গিয়ে মাদকের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্রেরও সন্ধান পায় পুলিশ।

তিনি বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে হত্যাসহ চারটি মামলার আসামি শফিউল আজম পালিয়ে যায়। তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।