সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

| প্রকাশিতঃ ৭ অগাস্ট ২০১৬ | ৬:৫৬ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মোঃ আশরাফুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার রাতে ইপিজেড থানার কাজির গলি এলাকার একটি বাসায় এ ঘটনার পর রোববার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।

আশরাফুল ইসলাম লালমনিরহাট জেলার আদিতমারি এলাকার মোঃ আলী হোসেনের ছেলে। কাজির গলি এলাকায় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আশরাফুল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করা হয়েছে।