চট্টগ্রাম: নগরীর পাহাড়তলীর বিটাক মোড়ে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ এবং দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রাশেদ (২৪) এবং মোঃ সালাহ উদ্দিন (২৩)।
পাহাড়তলী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে আসে গ্রেফতার দুইজন। জব্দ করা ফেনসিডিল ও ট্রাকের আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।