সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

কমিউনিটি সেন্টারের কর্মচারীর রহস্যজনক মৃত্যু

| প্রকাশিতঃ ৮ অগাস্ট ২০১৬ | ১২:৪৩ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টার থেকে মোঃ কবির (২২) নামের এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে কানুনগোপাড়া এলাকার তাজ পার্ক নামের কমিউনিটি সেন্টার থেকে লাশ উদ্ধার করা হয়।

কবির কক্সবাজার সদর থানার পাহাড়তলী রহমানীয়া মাদ্রাসা এলাকার ছৈয়দ করিমের ছেলে।

বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, রোববার রাতে একটি বিয়ের আপ্যায়নের থালা ধোয়ার কাজ করছিলেন কবির। রাত সাড়ে ১২টার দিকে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।