সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ

| প্রকাশিতঃ ১৬ এপ্রিল ২০১৯ | ৯:২০ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায়ও শিক্ষার্থীদের মাঝে ভুল প্রশ্নপত্র সরবরাহ করার ঘটনা ঘটেছে। তবে এক ঘণ্টা পর তাদের নির্ধারিত প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

মঙ্গলবার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় ৯ শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ২০১৯ সালের প্রণীত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র সরবরাহ করার কথা ছিল ওই ৯ শিক্ষার্থীকে। কিন্তু ভুলে তাঁদের ২০১৬ সালে প্রণীত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

তবে এক ঘণ্টা পর বিষয়টি কক্ষ পর্যবেক্ষকদের নজরে এলে পুনরায় সঠিক প্রশ্নপত্র সরবরাহ হয়। শিক্ষার্থীদের এক ঘণ্টা সময় বাড়িয়েও দেওয়া হয় বলেও জানান তিনি।