বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ভারতের সাবেক অর্থমন্ত্রী মারা গেছেন

| প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০১৯ | ৩:১৬ অপরাহ্ন

ভারত : ভারতের সাবেক অর্থমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা অরুণ জেটলি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণে তাকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হলে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে-মেয়েসহ অনেক গুণগ্রাহি রেখে গেছেন।

অরুণ জেটলি পেশাগত জীবনে একজন আইনজীবী ছিলেন। তার বাবা মহারাজ কিষাণ জেটলিও ছিলেন একজন আইনজীবী।

একুশে/ডেস্ক/এসসি