
আন্তর্জাতিক : ইকুয়েডরের আমাজান অঞ্চলে একটি সেনা ১৮২ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় বিমানে থাকা ৪ আরোহী প্রাণ হারিয়েছে। খবর এনডিটিভির।
বিমানটি মোরোনা সান্টিয়াগো এবং জামোরা সিনসিপি সীমান্তের’র কাছে শুক্রবার বিধ্বস্ত হয়। সামরিক বাহিনী ও অন্যান্য উদ্ধারকারীরা শনিবার ৪টি মৃতদেহ উদ্ধার করেছে।
বেসামরিক বিমান কর্তৃপক্ষ শনিবার জানায়, বিমানটিতে একজন ক্রু এবং তিনজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
একুশে/ডেস্ক/এসসি