সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেফতার

| প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ৭:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম : মীরসরাইয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছে থেকে ২টি ওয়ান শুটার, ছয় রাউন্ড গুলি, বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার মহিনউদ্দিনকে মীরসরাই থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (১৬ সেপ্টেম্বর ) মীরসরাইয়ের তুলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রফতার আসামির নাম, মো. মহিনউদ্দিন (২১)। সে মীরসরাইয়ের তুলাবাড়িয়া গ্রামের মো. নুরুল ইসলাম প্রকাশ জুনুর ছেলে।

র‌্যাব জানায়, তুলাবাড়িয়া এলাকার মো. নুরুল ইসলাম জুনুর নির্মাণাধীন দ্বিতীয় তলায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গ্রেপ্তার হয় মো. মহিনউদ্দিন। পরে তার দেওয়া তথ্যমতে তার শয়ন কক্ষে লুকানো দুটি ওয়ানশুটার গান, ছয় রাউন্ড গুলি, নয়টি রামদা, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

একুশে/এসসি