সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার সিগারেট ও মোবাইল জব্দ

| প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ১:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ লাখ টাকা মূল্যের ৮০ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও ৭৯টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে দুই যাত্রীর ব্যাগ স্ক্যান করে এগুলো জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে আজ সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামে আসা মহিউদ্দিন নামের এক যাত্রীর ৩টি ব্যাগ স্ক্যান করে ৮০ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।

একই দিনে সকাল সাড়ে ৯টায় একই দেশ থেকে আসা আরেকটি উড়োজাহাজের যাত্রী মিজানুর রহমানের ব্যাগ তল্লাশি করে ৭৯টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন পাওয়া যায়। জব্দ করা সিগারেট ও মোবাইল ফোনের দাম ৩০ লাখ টাকা।

একুশে/এসসি