সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

‘এটা আমার জীবনের গর্বের দিন’

| প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ৪:২৩ অপরাহ্ন

ঢাকা : প্রধানমন্ত্রী মুখে মিষ্টি তুলে দেওয়ায় আবেগে আপ্লুত রোমান জানিয়েছেন, এটা আমার জীবনে একটা গর্বের দিন। প্রধানমন্ত্রীর হাত থেকে মিষ্টি খাওয়া সৌভাগ্যের ব্যাপার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) গণভবনে এশিয়ান র‌্যাঙ্কিং আর্চারিতে সোনাজয়ী রোমানের মুখে মিষ্টি তুলে দিয়ে বরণ করে নিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে, গতকাল দেশে ফিরেছেন সোনাজয়ী রোমান।

রোমান বলেন, দেশকে ভবিষ্যতে যেন আরো বড় সাফল্য উপহার দিতে পারে, সে জন্য সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আমার মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।

এই সময় রোমানের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান, আর্চারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ চপল।

একুশে/ডেস্ক/এসসি