সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দুই মামলায় ফিরোজকে ২০ দিনের রিমান্ডে চায় পুলিশ

| প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০১৯ | ২:১১ অপরাহ্ন

ঢাকা : পৃথক দুটি মামলায় কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করে র‌্যাব। এরপর বেলা ১২টার দিকে ফিরোজকে নিয়ে আদালতে রওনা হয় পুলিশ।

আদালতে রিমান্ড আবেদন করার পর আজ বেলা তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

একুশে/এসসি