সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

খালেদার নাইকো মামলার শুনানির দিন ধার্য

| প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ৩:৩৩ অপরাহ্ন

ঢাকা : বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানির দিন আগামী (১৪ অক্টোবর) ধার্য করা হয়েছে।

সোমবার ( ২৩ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভা‌বে স্থা‌পিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী দিন ধার্য করেন।

এই মামলায় অন্যান্য আসামিদের পক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ইতিপূর্বে কয়েকটি তারিখে অনুষ্ঠিত হয়েছে। শুধু খালেদা জিয়ার পক্ষে শুনানি বাকি রয়েছে। এরপর থেকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করায় আর শুনানি হয়নি।

আজ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এ নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি ছিল। কিন্তু খালেদা জিয়াকে হাসপাতাল থেকে হাজির না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

একুশে/এসসি