
ক্রীড়া ডেস্ক : ফের ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মেসি। ষষ্ঠবারের মতো মর্যাদাকর এ সম্মাননা পেতে তিনি পেছনে ফেলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ভার্জিল ফন ডাইককে।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মনে করেন, লিওনেল মেসি যতদিন চাইবে, ততদিন সেরা খেলোয়াড় হতে পারবে। তার মতে, প্রত্যাশিতভাবেই ফুটবলের সেরা পুরস্কার জিতেছে মেসি। আরও অনেক বছর সেটি করে দেখাবে সে।
তিনি বলেন, ফিফার দ্য বেস্ট জিতেছে মেসি, এটি স্বাভাবিক ঘটনা। কারণ সে-ই সেরা। ও যতদিন চাইবে, ততদিন সেরা হতে পারবে। সেই সক্ষমতা তার আছে। শারীরিকভাবে এখনও ফিট ৩২ বছরের এ ফুটবলার।
আর্জেন্টিনা কোচ বলেন, মেসি জাদুকর। সে এমন একজন খেলোয়াড়, যার খেলা আমরা উপভোগ করতে পারি। এটি দারুণ ব্যাপার হবে, যদি সবাই তাকে সমানভাবে সম্মান করে ও জানায়। কারণ এ গ্রহে তার মতো আর কেউ নেই।
একুশে/ডেস্ক/এসসি