
চট্টগ্রাম : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর নবগঠিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (২৫ নভেম্বর) তথ্যমন্ত্রীর চট্টগ্রামের বাসভবনে এ সৌজন্যসাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, গঠনমূলক ও মানবিক কাজে এগিয়ে আসতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি স্ব স্ব অবস্থান থেকে শিক্ষার্থীদের দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠালগ্ন থেকে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম যেভাবে সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছে ভবিষ্যতেও যেন তা অক্ষুন্ন থাকে সেদিকে গুরুত্বারোপ করা জরুরি।
এসময় রাঙ্গুনিয়াস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব সব কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান শিহাব, দপ্তর সম্পাদক সুমন দেব, অর্থ-সম্পাদক মেহরাজ হোসেন প্রমুখ এসময় বউপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মতবিনিময় শেষে নবগঠিত ‘ইকবাল-শিহাব-রাজেশ’ পরিষদ তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। গত ১ সেপ্টেম্বর ‘রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি