
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ করোনা ভাইরাস টিকাদান কর্মসূচি। শনিবার (১৬ জানুয়ারি) দেশটিতে একজন পরিচ্ছন্নতাকর্মীকে এই টিকা প্রয়োগের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিও কনফারেন্সে কর্মসূচির উদ্বোধন করেন। দেশটির সরকারের লক্ষ্য কোভিড রোধে ১ দশমিক ৩ বিলিয়নেরও বেশি মানুষকে টিকার আওতায় আনা।
মোদি বলেন, ‘যারা করোনা রুখতে প্রথমসারিতে থেকে ভূমিকা রাখছেন তারা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আমরা বিশ্বের বৃহত্তম টিকা অভিযান শুরু করেছি এবং এটি বিশ্বের কাছে আমাদের সামর্থ্যকে তুলে ধরে।’
ভারতের তিন হাজার ছয়টি কেন্দ্রে এদিন করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারির তিন কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। স্বাস্থ্যকর্মী ছাড়াও পরিচ্ছন্নতাকর্মী, সেনাবাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের নাম রয়েছে প্রথম তালিকায়।
মহামারী মোকাবিলায় দিল্লির টাস্কফোর্সের ডা. সুনীলা গার্গ এনডিটিভিকে বলেন, শুরুতেই যারা টিকা পাবেন তাদের বয়স ৫০ বছরের কম। এই তালিকায় থাকা বেশিরভাগই নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতাকর্মী এবং তরুণ চিকিৎসক।
এই অভিযান শুরুর আগের দিনগুলোতে কোভিশিল্ড এবং কোভাক্সিন নামে দুটি অনুমোদিত টিকার লক্ষ লক্ষ ডোজ সারা দেশে পাঠানো হয়েছে।
বিবিসি জানায়, দেশটির সরকার আগস্টের শুরুতে ৩০০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। রাষ্ট্রপরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্কুল, কলেজ, কমিউনিটি হল, পৌর অফিস এবং কমিউনিটি সেন্টারে এসব দেওয়া হবে। সারা ভারতের বেশ কয়েকটি হাসপাতাল এই টিকার প্রথম ডোজ দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
ভারতে শুক্রবার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি পাঁচ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে সবচেয়ে বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৫১ হাজার ৯১৮ জনের।