শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মনজুর আলম আ.লীগের মানুষ, হায়ারে বিএনপিতে খেলতে গিয়েছিলেন : তথ্যমন্ত্রী

| প্রকাশিতঃ ২৭ জানুয়ারী ২০২১ | ৭:৩৬ অপরাহ্ন


চট্টগ্রাম : ১৯৯৪ সালের পর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো নির্বাচনে প্রকৃতপক্ষে বিএনপি জিততে পারেনি মন্তব্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০১০ সালে বিএনপির হয়ে যিনি জিতেছেন, সেই মনজুর আলম মূলত আওয়ামী লীগের মানুষ। বিএনপি আওয়ামী লীগের মানুষকে হায়ারে খেলতে নিয়ে গেছেন।

নগরের দেওয়ানজী পুকুর পাড়ের বাসভবনে বুধবার সন্ধ্যা ৭ টায় চটগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৯৪ সাল থেকে সিটি করপোরেশনে বিএনপির ভরাডুবি হয়ে আসছে। ২০১০ সালে আওয়ামী লীগের মানুষ মনজুর আলমকে হায়ারে খেলতে নিয়ে জিতেছিলেন বটে। প্রকৃতপক্ষে মনজুর আলম আওয়ামী লীগের মানুষ হওয়ায় আওয়ামী লীগের লোকজনও তাকে ভোট দিয়েছিলেন। সে কারণেই সেদিন বিএনপি জিততে পেরেছিল। হায়ারে খেলাশেষে তিনি আবার আওয়ামী লীগে ফিরে এসেছেন।

প্রেস ব্রিফিংয়ে চসিক নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে তথ্যমন্ত্রী কথা বলেন এবং আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কক্সবাজারের এমপি সাইমুম সরওয়ার কমল, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন উপস্থিত ছিলেন।