সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ওমরগণি এমইএস কলেজে বিএনসিসির স্বেচ্ছাসেবা ক্যাম্পিং

| প্রকাশিতঃ ৩১ জানুয়ারী ২০২১ | ৬:২৮ অপরাহ্ন


চট্টগ্রাম : নগরের ওমরগণি এমইএস কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার ওমরগণি এমইএস কলেজে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ১৩ বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) ব্যাটালিয়ন হেডকোয়ার্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান এবং কর্ণফুলি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার সফিকুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন রেজিমেন্টের এ্যাডজুটেন্ট মেজর মো. শরীফুজ্জামান, ওমরগণি এমইএস কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, সাহানা ইয়াছমিন, আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী প্রমুখ।

এর আগে স্বেচ্ছাসেবা ক্যাম্পিংয়ে আসা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম এবং সেকেন্ড লে. সাহানা ইয়াছমিন।

প্রধান অতিথি স্বেচ্ছাসেবা ক্যাম্পিংয়ের আয়োজক সকল কর্মকর্তা ও ক্যাডেটদের স্বাগত জানান এবং স্বেচ্ছাসেবা ক্যাম্পের র‌্যালি উদ্বোধন করেন। তিনি ক্যাডেটদের নিয়ে সর্বসাধারণের মধ্যে মাস্ক, লিফলেট বিতরণ করেন।

বিএনসিসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেরারেল নাহিদুল ইসলাম খান মাস্ক পড়া, হাতধৌত করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে ক্যাডেটদের উৎসাহিত করেন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন।