বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

টেকনাফে ৭২০ক্যান বিয়ারসহ গ্রেপ্তার ২

| প্রকাশিতঃ ৪ মার্চ ২০২১ | ২:৫০ অপরাহ্ন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ অভিযান চালিয়ে ৭২০ক্যান বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫ এর একটি দল। এসময় মাদকবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বুধবার (৩ মার্চ) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের বকতার আহমদের ছেলে মো:সেলিম (৩০) ও একই ইউনিয়নের আবদুল হকের ছেলে আমিনুল হক (২০)।

র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালানা করা হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের ও জব্দকৃত মাদক এবং পিকআপসহ ধৃত দুই মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।