সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

করোনা: দেশে ৭ মৃত্যু, শনাক্ত ১০১৮

| প্রকাশিতঃ ১০ মার্চ ২০২১ | ৪:৫৬ অপরাহ্ন

করোনা: দেশে ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০১৮

ঢাকা: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। শনাক্ত হয়েছে ১০১৮ জনের মতো। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৯৬ জনে।

অন্যদিকে মোট ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।

বুধবার (১০ মার্চ) গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ২৯৯টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৩২টি। এ পর্যন্ত মোট ৪১ লাখ ৯৭ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৫ দশমিক ৯৮ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৩ দশমিক ১৮ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯১ দশমিক ৫৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৪ শতাংশ।