
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে তল্লাশির সময় ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার করে বিচারের মুখােমুখি হয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওকর্মী ফারজানা আক্তার। তার বিরুদ্ধে বিজিবির করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় চার্জগঠন হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি চার্জগঠনের জন্য আগামী (১৫ মার্চ) ধার্য করেছেন। একই সাথে আসামির স্থায়ী জামিনও মঞ্জুর করেছেন আদালত।
বিজিবির গণসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম একুশে পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী এনজিও কর্মী ফারজানা আক্তারকে বিজিবির নারী সদস্যরা তল্লাশি করে। বিষয়টি স্বাভাবিক হলেও তা মেনে নিতে না পেরে ক্ষোভে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন ফারজানা।
ধর্ষণের অভিযোগ মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) পক্ষ থেকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারজানা আক্তারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়।
গত ২২ নভেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক (অপারেশনস) শরিফুল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোন আলামত পাওয়া না যাওয়ায় ওইদিন আসামির বিরুদ্ধে সমন জারি করেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন।
পরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত এনজিওকর্মী ফারজানা আক্তার। আসামি পক্ষের আইনজীবিরা তার জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।