সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মারাত্মক করোনার বিরুদ্ধে শতভাগ কার্যকরী টিকা নোভাভ্যাক্স

| প্রকাশিতঃ ১২ মার্চ ২০২১ | ১:০৭ অপরাহ্ন

মারাত্মক করোনার বিরুদ্ধে শতভাগ কার্যকরী টিকা নোভাভ্যাক্স

আন্তর্জাতিক: করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নোভাভ্যাক্স টিকা শতভাগ কার্যকরী। যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি নোভাভাক্সের তৈরি কভিড-১৯ টিকার পরীক্ষার ফলাফলে তা দেখা গেছে। করোনায় হালকা ও মাঝারিভাবে আক্রান্তদের ক্ষেত্রেও এটি অনেক কার্যকরী।

এছাড়া দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) ক্ষেত্রেও এ টিকার কার্যকারিতা লক্ষ্য করা গেছে।

ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সের মোট ১৫ হাজার মানুষ অংশ গ্রহণ করে। এদের মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বছর। করোনার প্রকৃত স্ট্রেইনে আক্রান্তের ক্ষেত্রে এমন ফলাফল পাওয়া যায়।

গত জানুয়ারিতে ঘোষিত অন্তবর্তী ফলাফলের পর চূড়ান্ত বিশ্লেষণ করে বৃহস্পতিবার এ টিকার এমন কার্যকারিতার কথা জানানো হয়। খবর এএফপি’র।

ব্রিটেনে তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়ালে করোনাভাইরাসে হালকা, মাঝারী ও মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে টিকাটি ৯৬.৪ শতাংশ কার্যকর হয়েছে। করোনাভাইরাসের ভিন্ন ধরণ বি.১.১.৭-এ আক্রান্তের ক্ষেত্রে নোভাভ্যাক্স টিকা ৮৯.৭ শতাংশ কার্যকর বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকায় ছোট পরিসরে ফেজ ২বি ট্রায়ালে এ টিকার ৪৮.৬ শতাংশ কার্যকারিতা লক্ষ্য করা গেছে। এ ধাপের পরীক্ষায় প্রায় দুই হাজার ৬০০ লোক অংশগ্রহণ করে।

তবে এইচআইভি নেগেটিভ স্বেচ্ছাসেবকদের মধ্যে টিকাটির কার্যকারিতার হার ৫৫.৪ শতাংশ। উভয় পরীক্ষায় থেকে জানা গেছে, এনভিএক্স-কোভ২৩৭৩ নামের এ টিকা মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শতভাগ কার্যকরী।