
ঢাকা: গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ১৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫১৫ জন। একই দিনে ১০৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের দিক থেকে এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন।
শুক্রবার (১২ মার্চ) গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৬ হাজার ১১১টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৬জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ২৫২ জন। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩২ লাখ ৪১ হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯ লাখ ৯০ হাজার ৫৪৫টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৪২ লাখ ৩২ হাজার ১৩৯টি নমুনা।
এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫২ জনসহ মোট ৫ লাখ ৯ হাজার ১৭২ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ১৩ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১ জন নারী। তাদের ১২ জনের হাসপাতালে ও ১ জনের বাড়িতে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ৫১৫। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ৪৪২ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৬৫ শতাংশ এবং ২ হাজার ৭৩ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৩৫ শতাংশ।