
চট্টগ্রাম: বোনকে উত্যক্তের প্রতিবাদের জেরে কাউসারকে খুনের দায় স্বীকার করেছেন অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ।
শুক্রবার (১২ মার্চ) রাতে হালিশহরের ছোটপুল ইসলামিয়া ব্রিকফিল্ড থেকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম মেট্রোপলিটন মাজিস্ট্রেট-২ এর কাছে দেয়া জবানবন্দিতে দায় স্বীকার করেন শহীদ।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন একুশে পত্রিকাকে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন মাজিস্ট্রেট-২ এর কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে শহীদ ছুরিকাঘাতের বিষয়টি স্বীকার করেছে।
শহীদ তার জবানবন্দিতে জানায়, কাউছার শহীদের বন্ধু ছিল। সেই সুবাদে কাউসারের ছোট বোনের সাথে প্রেমের সম্পর্ক হয় শহীদের। প্রেমের ঘটনা জানতে পেরে কাউছার তার ছোট বোনকে বকাঝকা করে। একই সাথে শহীদকে তার বোনের সাথে সম্পর্ক না রাখার অনুরোধ করে।
পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হালিশহর এল ব্লকের কনফিডেন্স সিমেন্ট অফিসের পাশে শহীদ কাউছারের বোনের দেখা করে। কাউছার তাদের এ সময় দেখে ফেলে এবং তার বোনকে মারধর করে। প্রমিকাকে মারতে দেখে ক্ষুব্ধ হয়ে শহীদ কাউছারে বুকের বাম পাশে ছুরকাঘাত করে।
তিনি বলেন, তার কাছ থেকে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছি। এ ঘটনায় গতকাল একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বর্তমানে শহীদকে কারাগারে পাঠানো হয়েছে।