বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

পুলিশের বিশেষ শাখার প্রধান হলেন মনিরুল ইসলাম

| প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২১ | ১:৪৬ অপরাহ্ন

পুলিশের বিশেষ শাখার প্রধান হলেন মনিরুল ইসলাম

ঢাকা: পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।

এসবি প্রধান হিসেবে তিনি অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

রবিবার (১৪ মার্চ) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) করে আদেশ জরি করা হয়।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ২০১৬ সালের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠন করে। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি সিটিটিসির প্রধানের দায়িত্ব নেন ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।