বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

রাউজানে অস্ত্র-গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার

| প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২১ | ৮:১৯ অপরাহ্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানে অবৈধ দেশীয় তৈরি এলজি ও দুটি তাজা কার্তুজসহ মো. রাশেদুল আলম (৪০) নামে পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। সে একই এলাকার প্রয়াত আবুল বশরের ছেলে।

রবিবার (১৪ মার্চ) বিকেলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এই তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টা ৪০ মিনিটের সময় ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছিন্নি বটতল মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়েছে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গ্রেপ্তার রাশেদুল আলম হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি। পরে তার দেয়া তথ্যমতে একটি অস্ত্র ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।