বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন কর্নেল কে এম আজাদ

| প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২১ | ৬:২৩ অপরাহ্ন

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কর্নেল কে এম আজাদ। ২০১৯ সালের ২৯ জুন থেকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

মঙ্গলবার (১৬ মার্চ) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারের স্থলাভিষিক্ত হলেন। তিনি আজ মঙ্গলবার থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) পদের দায়িত্বভার গ্রহণ করলেন।

গত ৯ মার্চ সেনাবাহিনী থেকে র‌্যাবে যোগদান করেন কর্নেল কে এম আজাদ। তিনি ৩২তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন।

সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন কে এম আজাদ। তিনি কর্নেল পদবিতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বীর)-এর ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া কর্নেল আজাদ একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সেনা সদরের সামরিক গোয়েন্দা পরিদফতরের স্টাফ অফিসার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস-এর প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতে মিলিটারি অবজারভার এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আইভরি কোস্ট, ব্যানবাট-৩-এ কর্মরত ছিলেন।