ঢাকা: দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৫৪ জন। মৃত্যুর দিক থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৮ জনে। আর মোট শনাক্তের সংখ্যা হলো ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৪২ লাখ ৯০ হাজার ৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৩৫ হাজার ২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২ লাখ ৫৭ হাজার ২৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।
এর আগে গতকাল সোমবার (২২ মার্চ) দেশে আরো ২ হাজার ৮০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩০ জন।