সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

এনায়েত বাজারে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য, গুরুতর আহত ১

| প্রকাশিতঃ ২৯ এপ্রিল ২০২১ | ১২:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকায় ছুরিকাঘাতে আশিক (১৭) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বুধবার ( ২৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, স্থানীয় কিশোরদের মধ্যে মারামারিতে আশিক নামে একজনকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। সে এখন চমেক হাসপাতালের ৩৪ নম্বর ওর্য়াডে চিকিৎসাধীন ।

তবে আহত কিশোরের বিস্তারিত পরিচয় ও কী নিয়ে মারামারি-তা তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি নেজাম উদ্দিন। ঘটনার সাথে জড়িতদের আটক করতে তিনি অভিযানে আছেন বলে জানান।