বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

কক্সবাজারে সাদ্দাম বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

| প্রকাশিতঃ ১ মে ২০২১ | ২:৩২ অপরাহ্ন

কক্সবাজার প্রতিনিধি: সম্প্রতি হঠাৎ আলোচনায় আসা কক্সবাজার শহরের সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১ মে) ভোরে শহরের লাইট হাউজ সিকদারপাড়া শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ একটি টিম শনিবার ভোরে শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর সাদ্দামকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মোবাইল সেট, কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান,সন্ত্রাসী সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ ১০টির অধিক মামলা রয়েছে।

অভিযানে সাদ্দাম ছাড়াও সন্দেহভাজন আরও তিনজনকে আটক করা হয়। তাদের জিঙ্গাসাবাদের পর অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।