উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৬ উইকেটে হারলো বাংলাদেশ। ১৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো লঙ্কানরা। ৫৩ বলে ১ ছক্কা আর ৯ বাউন্ডারির সাহায্যে পেরেরা করেছেন ৭৭ রান। আর বাংলাদেশের পক্ষে ৪ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন বিদায়ী দলনেতা মাশরাফি। এছাড়া তাসকিন পেয়েছেন ১টি উইকেট।
এর আগে টস টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশ। জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৫৬ রান। বৃষ্টি বাগড়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা পিছিয়ে যায় প্রায় ৪৫ মিনিট। আজ মঙ্গলবার রাত সোয়া ৮ টায় শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-টোয়েন্টির ম্যাচটি। খেলা অনেকক্ষণ বন্ধ থাকলেও ওভার কাটা হয়নি। হয়েছে ২০ ওভারের খেলাই।
ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। মালিঙ্গার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তামিম ইকবাল। প্যাডে লেগে স্ট্যাম্প ছত্রখান। শূন্য রানে বিদায় তামিম। দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর বিপর্যয় সামাল দেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। এ দুজনে যোগ করেন ৫৭ রান। তারপরই আবার ছন্দ পতন। দুটি উইকেট হারায় বাংলাদেশ মুহূর্তের মধ্যে।
ষষ্ঠ ওভারেই বিদায় নেন সাব্বির ও সৌম্য। ৫.১ ওভারে রান আউট সাব্বির। প্রসন্নর সরাসরি থ্রোতে ভেঙে যায় স্ট্যাম্প। ১৪ বলে দুই চারে ১৬ রান করে ফেরেন সাব্বির। সঞ্জয়ের করা ওভারের পঞ্চম বলে আউট হন সৌম্য। তিনি ক্যাচ তুলে দেন পেরেরার হাতে। সাজঘরে ফেরার আগে সৌম্য করেন ২০ বলে তিন চার ও এক ছক্কায় ২৯ রান। সাকিবের সঙ্গে মুশফিকের রসায়ন জমেনি। দলীয় ৭০ রানের মাথায় বিদায় নেন মুশফিক। নয় বলে ৮ রান করা মুশফিক গুনারতেœর বলে বোল্ড।
তেমন কিছু করতে পারেননি সাকিবও। দলীয় ৮২ রানের মাথায় প্রসন্নর বলে গুনারতেœর হাতে ক্যাচ দেন তিনি। সাজঘরে ফেরার আগে সাকিব করেন ১৫ বলে ১১ রান। ষষ্ঠ উইকেট জুটিতে হাল ধরার চেষ্টা করেন মোসাদ্দেক ও মাহমুদউল্লাহ। দ্বিতীয় উইকেট জুটির মতো এই জুটিও যোগ করেন ৫৭ রান। ২৬ বলে তিন চারে ৩১ রান করে লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হয়ে ফেরেন রিয়াদ। ৬ উইকেটে বাংলাদেশের রান তখন ১৩৯।
শেষ অবধি আর উইকেট হারায়নি বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৩৪ রানে মোসাদ্দেক হোসেন সৈকত ও ৫ বলে ৯ রানে মাশরাফি অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে মালিঙ্গা ২টি, সঞ্জয়, গুনারতেœ, প্রসন্ন নেন একটি করে উইকেট। এদিকে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন বাংলাদেশ দলপতি মাশরাফি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজই নড়াইল এক্সপ্রেসের শেষ সিরিজ। তবে এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছে অলরাউন্ডার সাইফ হাসানের। প্রসঙ্গত আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচের মধ্যদিয়ে শেষ হবে টাইগারদের শ্রীলংকা সফর।