শ্রীলঙ্কার সঙ্গে শেষ ম্যাচ জয়ের পরপরই গণভবন থেকে মাশরাফিকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের জন্য অভিনন্দন জানান তিনি। একইসঙ্গে মাশরাফিকে এখনই টি-টোয়েন্টি থেকে অবসর না নেয়ার অনুরোধ জানান।
মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কথা বলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী।
গতকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফিবাহিনী। এটিই ছিল তার শেষ ম্যাচ। আগের ম্যাচে পরাজয়ের পর গতকাল দারুণভাবে ম্যাচে ফেরে টাইগাররা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরেই অভিনন্দন জানাতে মাশরাফিকে ফোন দেন এবং এখনই বিদায় না নেয়ার অনুরোধ জানান।