শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ঈদযাত্রা: আনোয়ারা-কর্ণফুলীতে ফ্রি বাস দিলেন ভূমি প্রতিমন্ত্রী

| প্রকাশিতঃ ২৩ জুন ২০১৭ | ৬:২২ অপরাহ্ন

মোর্শেদ নয়ন : চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীর জনসাধারণের ঈদযাত্রার সুবিধার্থে তিনটি বাস দিয়েছেন সেখানকার স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বৃহস্পতিবার চট্টগ্রাম শহর থেকে বাস তিনটি বিনা ভাড়ায় যাত্রী বহন করছে।

বিআরটিসির বাসগুলো চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু থেকে তৈলারদ্বীপ সেতু, বরকল সেতু ও কাফকো সার কারখানা পর্যন্ত চলাচল করছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনের জন্য বাস তিনটির ভাড়া বহন করবেন ভূমি প্রতিমন্ত্রী।

ভূমি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন জানান, ভূমি প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে বিনা ভাড়ায় বাস সার্ভিস চালু করা হয়েছে।