শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

| প্রকাশিতঃ ২৩ জুন ২০১৭ | ৪:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়ে পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইয়াছিন(৪২), মোঃ আব্দুর রহিম (২৬), মোঃ হৃদয় (২০), মোঃ বাবলু (২০) ও মোঃ আলামিন (২৬)।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার এর সামনে এক পথচারীর কাছ থেকে ছিনতাইকালে হাতেনাতে প্রথম তিনজনকে গ্রেফতার করা হয়। ছিনতাই এর প্রস্তুতিকালে শেখ মুজিব রোডস্থ রেডিও অফিসের সামনে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় আরো দু’জনকে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই শহরের চিহ্নিত ছিনতাইকারী। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও জামিনে বের হয়ে পুনরায় একই পেশায় জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে নগরীর হালিশহর ও ডবলমুরিং থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।