চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের গভীর সাগরে অভিযান চালিয়ে ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারদের মধ্যে ৫ জন মিয়ানমারের নাগরিকও রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নজির আহমেদ (৫৫), মো. হাসেম (১৯), মো. ছাদেক (২৫), খায়রুল আমিন (২০), মো. জাফর (৩০), মো. খোকন (২৫), আনিসুর রহমান (১৮)। মায়ানমারের নাগরিকরা হলেন- মো. ইসমাইল (২০), আব্দুল খালেক (২০), সাদ্দাম হোসেন (১৯), নুর আলম (২৫) ও মো. সেলিম (২০)।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ বলেন, উদ্ধারকৃত ইয়াবার চালানের মালিক পটিয়ার বাসিন্দা ফারুক ওরফে বাইট্টা ফারুক ওরফে বিচ্ছু ফারুক। জব্দকৃত ‘মায়ের দোয়া’ ট্রলারটির প্রকৃত মালিক ফারুক। মাছ ধরার আড়ালে ইতোপূর্বে এই ট্রলার পাঁচবার ইয়াবার চালান আনতে মায়ানমার যায়। এর মধ্যে তিনবারে ১০ লাখ করে মোট ৩০ লাখ ইয়াবার চালান নিয়ে আসে। বাকি দুবার প্রতিকূল পরিস্থিতির কারণে ইয়াবা না নিয়ে ফেরত আসে।
তিনি আরও বলেন, ৬ষ্ঠ বারের মত মায়ানমার গিয়ে ১৫ লাখ ইয়াবা আনার সময় ট্রলারটিকে আটক করতে সক্ষম হয় র্যাব। ট্রলারে থাকা মায়ানমারের পাঁচ নাগরিকসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য ৭৫ কোটি টাকা এবং জব্দকৃত ট্রলারটির মূল্য এক কোটি টাকা। ইয়াবার মালিক ফারুককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। চট্টগ্রামের বিভিন্ন থানায় তার নামে মাদকের মামলা রয়েছে।