শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মিরসরাইয়ে লোকালয় থেকে অজগর উদ্ধার

| প্রকাশিতঃ ২৪ জুন ২০১৭ | ৮:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে নেমে এসেছে একটি বড় আকৃতির অজগর সাপ। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বৈদ্য গ্রামের একটি জাম গাছের মগ ডালে এই অজগর সাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে উপজেলার হিঙ্গুলী বিটের বন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে হিঙ্গুলী বিট কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, নির্বিচারে বনাঞ্চল ধ্বংস, পাহাড়ে খাদ্যের অভাব ও বিচরণ ক্ষেত নষ্ট হয়ে যাওয়াতে প্রায়শই এখন লোকালয়ে অজগর চলে আসে। শনিবার সকাল ৯ টায় হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী বৈদ্য গ্রামে গাছের মগ ডালে একটি বড় অজগর দেখতে পেয়ে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। তবে অজগরটি ধরতে বেশ বেগ পেতে হয়েছে। প্রায় ১২ ফুট লম্বা এই অজগর সাপটিকে আমরা মিরসরাইয়ের গভীর বনে অবমুক্ত করবো।

উল্লেখ্য, মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গত দুই বছরে প্রায় ১৭টির অধিক অজগর সাপ লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়েছে।