বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

তুরস্কে আরও একজনকে জীবিত উদ্ধার করল বাংলাদেশ দল

| প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারী ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ন


ঢাকা : ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশের উদ্ধার কর্মীরা। তুরস্কের আদিয়ামান শহরে উদ্ধার অভিযানে অংশ নিয়ে আরও একজনকে জীবিত উদ্ধার করেছে তারা।

রোববার ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার জানিয়েছেন, বাংলাদেশ দল এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করেছে। একই সঙ্গে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বুধবার রাত ১০টায় তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে সেনাবাহিনীর ৩৪ এবং ফায়ার সার্ভিসের ১২ জনের সমন্বয়ে গঠিত দল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তুরস্কের আদানা সামরিক বিমানঘাঁটিতে পৌঁছায় তারা।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় ৯ ঘণ্টার ব্যবধানে আঘাত করা ৭ দশমিক ৮ এবং ৭ দশমকি ৫ মাত্রার ভূমিকম্পে সোমবার পর্যন্ত ৩৪ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।