চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজারের চার বিক্রেতাকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মূল্যতালিকা না টাঙানো ও বেশি দামে পণ্য বিক্রি করায় তাদের জরিমানা করা হয়।
বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর এবং মোঃ তৌহিদুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্র জানায়, দ্রব্যমূল্যের তালিকা টাঙানো বাধ্যতামূলক হওয়ার পরও তা না করে অতিরিক্ত মূূল্যে পণ্য বিক্রি করছিল চারজন ব্যবসায়ী। এ অপরাধের দায়ে খুচরা বিক্রেতা জালাল আহমেদ ও মোঃ ইলিয়াসকে ১০ হাজার টাকা করে এবং শহীদুল ইসলাম ও মোঃ শাহজাহানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।