
কুমিল্লা : সরকারি খরচে আইনি সেবা প্রাপ্তির বিষয়টি ইতোমধ্যে সমাজের সুবিধাবঞ্চিত, অসচ্ছল, দরিদ্র বিচারপ্রার্থী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
বুধবার (২৬ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তিন দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন ও আলোচনা সভা তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে।
মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। এ সময় কুমিল্লা জেলার বিভিন্ন ট্রাইব্যুনালে কর্মরত জেলা জজ পদমর্যাদার বিচারকবৃন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, কামরান হোসেন, আইনজীবী সমিতির সভাপতি আহসান উল্লাহ খন্দকার, সাধারণ সম্পাদক মো. আবু তাহেরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. হেলাল উদ্দিন বলেন, সরকারি খরচে আইনি সেবা প্রাপ্তির বিষয়টি ইতোমধ্যে সমাজের সুবিধাবঞ্চিত, অসচ্ছল, দরিদ্র বিচারপ্রার্থী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি আশা প্রকাশ করেন লিগ্যাল এইড মেলা সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনসহ উপস্থিত অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে জেলা লিগ্যাল এইড অফিস, কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস, পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় কারাগার, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, ব্লাস্ট, এইড-কুমিল্লা, ইয়াং উইমেন ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনসহ মোট ৮টি প্রতিষ্ঠান অংশ নেয়।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আদালত প্রাঙ্গণে উপস্থিত বিচারপ্রার্থী জনগণের মাঝে ভিডিও ও স্থির চিত্রপ্রদর্শন, লিফলেট বিতরণ ও সরাসরি তথ্য প্রদানের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরেন।
এদিকে, আগামী শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় লিগ্যাল এইড দিবস উপলক্ষে কুমিল্লা আদালত প্রাঙ্গণে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, স্মরণিকা প্রকাশ, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীকে সম্মাননা প্রদানসহ ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটি।