বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২

| প্রকাশিতঃ ৯ মে ২০২৩ | ৩:০৫ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে ফিলিস্তিনি ছিটমহলটির এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার তারা ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, আবাসিক এলাকায় চালানো এসব হামলায় শিশুসহ অন্তত ছয় বেসামরিক ও ইসলামিক জিহাদের তিন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতার সর্বশেষ ঘটনা এই বিমান হামলা। এ সময়জুড়ে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে রাস্তায় রাস্তায় ইসরায়েলিদের লক্ষ্য করে ফিলিস্তিনিদের হামলা ও সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর একের পর এক প্রাণঘাতী অভিযান দেখা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইসলামিক জিহাদের তিন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে।