
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে টুকরো টুকরো করতে চায় পশ্চিমারা। এজন্য দেশের বিভিন্ন জাতি ও জাতীয় গোষ্ঠীর মধ্যে তারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়ার ওপর যত বেশি নিষেধাজ্ঞা আরোপ করবে, রুশ সমাজের মধ্যে সংহতির মাত্রা তত বেশি হবে।
পুতিন যোগ করেছেন যে, রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা আসলে রাশিয়ান জনগণকে বিভক্ত করার পরিবর্তে একত্রিত করতে সহায়তা করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন মন্তব্য করেছেন- ‘আমাদের দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তারা বলে যে রাশিয়াকে দশটি বিভিন্ন রাজ্যে বিভক্ত করা উচিত।’
ভ্লাদিমির পুতিন এমন সময়ে এই বক্তব্য দিলেন যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরব লীগ নেতাদের ইউক্রেনে পুতিনের আক্রমণের দিকে চোখ খুলে দেখার আহ্বান জানিয়েছেন।
আরব লিগের উদ্দেশে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা কেউই চোখ ফেরাতে পারবেন না এবং আপনার দেশকে আক্রমণ করতে দেবেন না। আমি এখানে এসেছি যাতে সবাই সৎভাবে দেখতে পারে, রাশিয়ানরা যতই প্রভাবিত করার চেষ্টা করুক না কেন, সেখানে অবশ্যই স্বাধীনতা থাকতে হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরব লিগের শীর্ষ সম্মেলনে দেশগুলোকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করতে ও তার শান্তি উদ্যোগকে সমর্থন করার আহ্বান জানান।
এদিকে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হচ্ছে জি-সেভেন সম্মেলন। সেখানে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ সাত দেশের নেতারা। সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিতে জাপান সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার জি-সেভেন সম্মেলনের প্রথম দিনেই রাশিয়াকে আরও চাপপ্রয়োগ করতে বেশ কয়েকটি নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে সম্মত হয়েছেন এসব দেশের নেতারা।