শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবিতে দুই নেত্রীর শ্রদ্ধা নিবেদন

| প্রকাশিতঃ ১৬ অগাস্ট ২০১৭ | ১২:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেত্রী সাবরিনা চৌধুরী ও মুনতাহা মহি।

জাতীয় শোক দিবসে উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রী হলের ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু চত্বরে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন রোকেয়া রহিমা, হাবিবুন নাহার বিথি, নওরিন, লিজা দাশ, সামিয়া আকতার রিয়া, পারভিন মাবিয়া, নাসিমা আখি আলম প্রমুখ।