শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

দেশের প্রথম নদী গবেষণা কেন্দ্র স্থাপিত হল চবিতে

| প্রকাশিতঃ ২০ অগাস্ট ২০১৭ | ১০:১২ অপরাহ্ন

চবি: দেশে প্রথমবারের মত একক নদী গবেষণা কেন্দ্র স্থাপিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

‘হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি’ নামক এই প্রতিষ্ঠানটি পিকেএসএফ-আইডিএফ এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হতে যাচ্ছে।

পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম এটি উদ্বোধন করেন।

গবেষণা কেন্দ্রের সমন্বয়ক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়ার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা হালদা নদীকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানিয়ে বলেন, দেশের সেরা পোনা উৎপাদিত হয় এই নদীতে, কিন্তু নদীর উৎসমুখ শুকিয়ে যাওয়াতে মা মাছগুলির প্রাণ এখন হুমকির মুখে।

এই গবেষণা কেন্দ্রের মাধ্যমে হালদা আবার প্রাণ ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, এক্সেস টু ইনফরমেশনের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং আইডিএফ এর নির্বাহী পরিচালক জহিরুল হক প্রমুখ।