সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম জেলার দলনেতা তানসীর, ম্যানেজার সাইফুল

| প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৩ | ৭:৩১ অপরাহ্ন


চট্টগ্রাম : শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা দল গঠন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা দলের দলনেতা করা হয়েছে এনএইচটি হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীরকে।

এছাড়া চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার করা হয়েছে সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খাঁনকে।

কোচ হিসেবে মো. শামসুদ্দীন চৌধুরী ও সহকারী কোচ হিসেবে মো. নেজামত আলীকে মনোনীত করা হয়েছে।

আগামী ১৮ অক্টোবর থেকে নোয়াখালী জেলার শহীদ বুলু স্টেডিয়ামে শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।