বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বিএনপি নেতা এ্যানিকে আটকের অভিযোগ

| প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৩ | ১০:২৬ পূর্বাহ্ন


ঢাকা : গভীর রাতে বিএনপির প্রচার সম্পাদক ও দলটির লক্ষ্মীপুর জেলা সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন। তিনি জানান, আমি এখন ধানমণ্ডি থানায় আছি। এ্যানিকে আটকের পর থানা হাজতে রাখা হয়েছে।‌

এর আগে রাত সোয়া ২টার দিকে এ্যানির বাসায় পুলিশি হানার অভিযোগ করেন তিনি। এ সময় বাসার তালা ভেঙে পুলিশ ভেতরে ঢুকেছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক।

সে সময় তিনি গণমাধ্যমকে বলেছিলেন, পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। বর্তমানে আমি সব মামলায় জামিনে আছি, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।